ঢাকা-দোহা রুটে বিমানের যাত্রীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

0
26

করােনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-দোহা রুটে ৯, ১৪ ও ১৯ এপ্রিলের ফ্লাইট বাতিল করে এর পরিবর্তে ১২, ১৬ ও ২১ এপ্রিল ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়। কিন্তু ওই ফ্লাইটগুলোর যাত্রীরা রি-বুকিংয়ের জন্য হােটেল না পাওয়ায় বিমান কর্তৃপক্ষ ওই ফ্লাইটগুলো আবারও ৯, ১৪ ও ১৯ এপ্রিলেই পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

এর ফলে যাত্রীরা তাদের টিকিটে উল্লেখিত ফ্লাইটের তারিখ অনুযায়ী হােটেল বুকিং করে ঢাকা-দােহা রুটে ভ্রমণ করতে পারবেন।

বুধবার (৭ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ বিমান অফিস অথবা বিমান কল সেন্টারের ০১১৯০৯১৭৯৯৭ নম্বরে যােগাযােগ করতে বলা হয়েছে।

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।