রাজধানীর গুলশানের শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের পিছনে অবস্থিত একটি ইসলামী সেন্টার ২ নারীসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ মার্চ) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তারা সবাই জামায়াতে ইসলামীর কর্মী, নাশকতার পরিকল্পনা করতে তারা একত্রিত হয়েছিলো। তাদের কাছ থেকে ৮টি ককটেলসহ বিভিন্ন বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়েছে বলেও জানায় পুলিশ।
আজ মঙ্গলবার (২৮ মার্চ) তাদের ১৬ জনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
এদিকে জামায়াতে ইসলামীর দাবি, কোনো নাশকতা নয় তারাবির নামাজ পড়া অবস্থায় ইমামসহ সবাইকে গ্রেপ্তার করা হয়েছে