তিনি আসলেন এবং জয় করলেন শিক্ষকদের মন

0
434


নিজস্ব প্রতিবেদক
অকূল সমুদ্রে ভরসার স্থল হলো একজন দক্ষ নাকিবের। নাবিক যদি চৌকস ও মেধাবী হন তাহলে ভয়ংকর জলরাশি অতিক্রম করে ঠিকই নির্দিষ্ট সীমানায় নোঙর করতে পারেন। ঠিক বোয়ালখালী প্রাথমিক শিক্ষা পরিবার পেয়েছে একজন দক্ষ নাবিক। যিনি বোয়ালখালী উপজেলায় যোগদান করার অল্প সময়ের মধ্যেই স্থান করে নিয়েছেন সকল শিক্ষকদের মনে। বলছিলাম উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরীর কথা। ২০২২ সালের ১৩ মার্চ বোয়ালখালী শিক্ষা অফিসে যোগদান করার পর এক বছরের মধ্যেই প্রাথমিক শিক্ষার উন্নয়নে রেখেছেন অনেক অবদান। যোগদানের পর থেকেই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। নিয়মিত স্কুল ভিজিট, বিদ্যালয়ের উন্নয়ন কাজ পরিদর্শন, শিক্ষকদের যাবতীয় সমস্যা সমাধানের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ, কাবিং কার্যক্রমে গতিশীলতা, অফিসসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে যাচ্ছেন দক্ষতার সাথে। বোয়ালখালীর প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে একের পর এক সৃজনশীল কাজ সম্পাদনের মাধ্যমে অল্প সময়ের মধ্যে শিক্ষকদের প্রিয় স্যার হয়ে উঠেছেন তিনি। চারজন সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে সঙ্গে নিয়ে মাঠ পর্যায়ে সমস্যা, সম্ভাবনাসমূহ চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করে যাচ্ছেন। তাঁর দৃষ্টিতে একটি জাতির উন্নতির পেছনে রয়েছে সুশিক্ষিত নাগরিক। আর সুশিক্ষিত নাগরিক হিসাবে আগামী প্রজন্মকে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার উপর শুরু থেকে জোর দিতে হবে। যেটি বর্তমান সরকার খুব আন্তরিকভাবে করে যাচ্ছেন। সেই লক্ষ্যেই বোয়ালখালীর প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে শিখন-শেখানো কার্যক্রম থেকে শুরু করে ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করতে তিনি ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করে যাচ্ছেন।
বোয়ালখালীর শিক্ষকদের মতে, তিনি আসলেন এবং অল্প সময়ে জয় করেছেন শিক্ষকদের মন। বোয়ালখালী প্রাথমিক শিক্ষা পরিবার এমন দক্ষ, আন্তরিক, কর্মচঞ্চল অফিসারকে পেয়ে গর্বিত। তারা আশা করছেন গোলাম রহমান চৌধুরীর নেতৃত্বেই বোয়ালখালীর প্রাথমিক শিক্ষা এগিয়ে যাবে বহুদূর। আজ ১৩ মার্চ (সোমবার) চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরীর বোয়ালখালীতে যোগদানের এক বছর পূর্তিতে বোয়ালখালী উপজেলার সকল শিক্ষক তাঁকে আন্তরিক অভিনন্দন জানান।