মোঃ সাব্বির হোসেন বিপ্লব
হিলি, দিনাজপুর প্রতিনিধিঃ-
দিনাজপুরের হাকিমপুর হিলিতে দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম (দিদউফ) কর্তৃক ৪ উপজেলার(হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) এসএসসি, দাখিল ও ভোকেশনাল এর ৪৫০ জন জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৮ মার্চ) বেলা ১১ টায় উপজেলার পাউশগাড়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত উন্নয়ন ফোরামের সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল (অবসর) মাসুদ আলী খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উন্নয়ন ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, হাকিমপুর উপজলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, অত্র উপজেলার কৃতি সন্তান ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক ডা আরিফুজ্জামান মিলন হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলার ১নং খট্রা-মাধবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান কাওছার রহমান, হাকিমপুর উপজেলা একাডেমী সুপার ভাইজার সাখোয়াত হোসেন সহ অনেকেই।
২০২২ সালে বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ইশরাত জাহান মীম সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমি এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ায় যতটুকু খুশি হয়েছি তার চেয়ে আমার বাবা মা বেশি খুশি হয়েছে। ভবিষ্যতে লেখা পড়া করে ডাক্তার হয়ে বাবা মার স্বপ্ন পূরণ করতে চাই। সেই গরীব দুঃখী অসহায় মানুষের চিকিৎসা সেবার কাজে নিজেকে নিয়োজিত করতে চাই। ইশরাত জাহান মীম ‘অনলাইন পোর্টাল রাইজিংবিডির’ দিনাজপুর প্রতিনিধি মোসলেম উদ্দিনের মেয়ে।