পবিত্র ফাতেহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে
চট্টগ্রাম রাউজান উপজেলার নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ-সংযুক্ত আরব আমিরাত এর উদ্যোগে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে দুবাই ড্রাগন মার্ট সংলগ্ন ইন্টারন্যাশনাল সিটিতে আলোচনা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা দুবাই বিজিনেস ফোরামের সদস্য আলহাজ্ব মুহাম্মদ হাবিব উল্ল্যাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সিনিয়র সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মৌলানা মোহাম্মদ ফজলুল আজিম।
পরিচালনা পর্ষদের সদস্য কাজী মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ আজম চৌধুরী।
নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের গঠনতন্ত্র এবং পরিচালনা পর্ষদের আওতাধীন উপ-পরিষদ গঠনের উপর বিস্তারিত আলোচনা করেন এম শাহেদ সরওয়ার।
এ সময় উপস্থিত ছিলেন হাসান চৌধুরী, নাছের উদ্দিন, আলতাফ হোসেন জনি, নুর উদ্দিন খান বাবর, মোহাম্মদ মোজাহের, আশরাফ খান, মোহাম্মদ মুছা, কে এম জাহেদ, মোহাম্মদ ইমন খান, মোহাম্মদ জামশেদ, মোহাম্মদ মিজান সহ অতিথিরা।
পরে চলমান করোনা পরিস্থিতি থেকে বিশ্ববাসীর উত্তরণ ও সকলের সুস্থতা কামনায় মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।