দুর্ঘটনার পর আগুন ধরে গেল বাসে, শিশুসহ ৪৫ জনের মৃত্যু

0
85

বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে একটি বাস দুর্ঘটনার পর সেটিতে আগুন ধরে যায়। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বোসনেক গ্রামের কাছে একটি সড়কে এ ঘটনায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আগুনে দগ্ধ সাতজনকে রাজধানী সোফিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । কর্মকর্তারা জানিয়েছেন, পুড়ে মারা যাওয়াদের মধ্যে শিশু এবং উত্তর মেসিডোনিয়ার বাসিন্দা রয়েছে।

কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। দুর্ঘটনার পর না আগে গাড়িতে আগুন লেগেছে সে ব্যাপারেও স্পষ্ট ধারণা দিতে পারেননি কর্মকর্তারা।

বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফায়ার সেফটি বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ বলেন, একটি বাসে আগুন ধরে যাওয়া এবং সংঘর্ষের পর কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে। অথবা এমনও হতে পারে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে গিয়েছিল্

নিকোলভ জানান, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ২টায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে ঘিরে রেখেছে কর্তৃপক্ষ।