দেশের বিভিন্ন মেডিকেলে র‍্যাবের অভিযান, ৩৩ দালাল আটক

0
18

দেশের বিভিন্ন মেডিকেলে অভিযান চালিয়ে ৩৩জন দালালকে আটক করেছে র‍্যাব। 

র‍্যাব জানায়, বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে বগুাড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও আশেপাশের ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। 

এসময় দালাল চক্রের ১৪জন সদস্যকে আটক করা হয়। এদেরমধ্যে সাতজনকে একমাসের বিনাশ্রমের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। 

এদিকে ময়মনসিংহ মেডিকেলে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৩জন ও ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতাল থেকে আরও ছয়জনকে আটক করা হয়।