দেশের ২৮তম গ্যাসক্ষেত্র সিলেটের জকিগঞ্জে : প্রতিমন্ত্রী

0
11

সিলেটের জকিগঞ্জে নতুন গ্যাস ফিল্ডের সন্ধান পাওয়া গেছে। এখানে গ্যাস মজুদ রয়েছে ৬৮ বিলিয়ন ঘনফুট। প্রতিদিন সেখান থেকে প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সোমবার তার নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নসরুল হামিদ বিপু বলেন, ‘নতুন করে গ্যাস এক্সপ্লোরেশনের বিষয়ে আজকে আমি বিশেষভাবে জানাতে চাই- জকিগঞ্জে আমরা ইতোমধ্যে প্রায় ৬৮ পিসিএফ (প্রতি বর্গ ইঞ্চি) গ্যাসের সন্ধান পেয়েছি। এখানে প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন করতে পারব। ১২ থেকে ১৩ বছর পর্যন্ত গ্যাস উত্তোলন করা যাবে। যার মূল্য প্রায় এক হাজার ২৭৬ কোটি টাকা।’

দেশের জিডিপি গ্রোথ হার বৃদ্ধি ও উন্নয়নের পেছনে জ্বালানি বড় ভূমিকা পালন করছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি গ্যাস সরবরাহ করা হচ্ছে।’

নসরুল হামিদ বিপু বলেন, ‘আমি বাপেক্সকে ধন্যবাদ জানাই, তারা দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কার করতে পেরেছে। এরসঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানাই। সিনিয়র সচিবের নেতৃত্বে জ্বালানি বিভাগের যে টিম এই কাজ করেছে তাদেরও ধন্যবাদ জানাই।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নতুন করে আবাসন এলাকায় গ্যাস সরবরাহ করার বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি না। শিল্প এলাকাগুলোতে গ্যাসের নতুন সংযোগ দেয়া হবে। প্রতিনিয়ত দেশে জ্বালানি চাহিদা বাড়ছে। আমাদের যে পরিমাণের যোগান আছে সেটি দিয়ে আমাদের চাহিদা মেটানো সম্ভব হবে।’