২রা ডিসেম্বর ২০২৩ ইং, শনিবার, রোজ দুপুর ২ ঘটিকায়, নগরীর চার তারকা মানের হোটেল বেস্ট ওয়েস্টার্ন এলায়েন্স এবং দ্যা পেনিনসুলা চিটাগঙ্গের মধ্যকার প্রীতি ম্যাচ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। হোটেলের আতিথেয়তার পাশাপাশি, দুই হোটেলের কর্মীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং দুই হোটেলের মধ্যে একটি সৌহার্দপূর্ণ সেতু বন্ধন করতে মূলত এই আয়োজন। বেস্ট ওয়েস্টার্ন কর্তৃপক্ষ থেকে উদ্যোগ নেয়া হলে পরবর্তীতে পেনিনসুলা কর্তৃপক্ষও সেই উদ্যোগে সারা দিয়ে একটি সফল প্রীতি ম্যাচ সম্পন্ন করতে আন্তরিক সহোযোগীতা করেন। প্রীতি ম্যাচটি উদ্বোধন করেন দ্যা পেনিনসুলা চিটাগঙ্গের জেনারেল ম্যানেজার জনাব সুমেধা গুণাবর্ধনা। প্রীতি ম্যাচটি উদ্বোধন করেন দ্যা পেনিনসুলা চিটাগঙ্গের সম্মানীত জেনারেল ম্যানেজার জনাব সুমেধা গুণাবর্ধনা। জনাব সুমেধা গুণাবর্ধনাকে সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা দেন বেস্ট ওয়েস্টার্ন এলায়ান্সের সম্মানীত ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার জনাব শাহাদাত হোসেন। দ্যা পেনিনসুলা চিটাগঙ্গের রেস্টুরেন্ট ম্যানেজার জনাব মাহবুব আলম টীম পেনিনসুলাকে পাশাপাশি বেস্ট ওয়েস্টার্ন এলায়েন্সের সহকারী ফুড এবং বেভারেজ ম্যানেজার জনাব মোহাম্মদ রাজিব টীম বেস্ট ওয়েস্টার্নকে নেতৃত্ব দেনা। ম্যাচটিতে প্রধান অতিথী
হিসেবে উপস্থিত ছিলেন সেনা কল্যাণ সংস্থার রিয়েল এস্টেট ডিভিশন চট্টগ্রামের সম্মানীত প্রজেক্ট হেড এবং জেনারেল ম্যানেজার, এবং বেস্ট ওয়েস্টার্ন এলায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কমান্ডার ইফতেখার হাসান, (সি), পি এস সি, বিএন (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট ওয়েস্টার্ন এলায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী মনসুর উদ্দিন এবং বন্জুর রেস্টুরেন্টের সম্মানীত পরিচালক জনাব আক্কাস উদ্দিন। বেস্ট ওয়েস্টার্ন এলায়ান্সের সম্মানীত ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার জনাব শাহাদাত হোসেন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অতিথিদের ফুল ও সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা প্রদান করেন। খেলা শেষে অতিথিবৃন্দ তাদের অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং প্রতিষ্ঠানের কল্যানে কাজ করে যাওয়ার জন্য সকলকে উদ্যোমী হতে বলেন। খেলা শেষে অতিথিবৃন্দ তাদের অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং প্রতিষ্ঠানের কল্যানে কাজ করে যাওয়ার জন্য সকলকে উদ্যোমী হতে বলেন। সর্বশেষ বিজয়ী দলকে এবং সকল খেলোয়াড়ের তাদের স্বীয় দায়িত্বের পাশাপাশি খেলায় অংশগ্রহণের জন্য ধন্যবাদজ্ঞাপন করেন।