নওগাঁয় পরকীয়া সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

0
15

নওগাঁয় পরকীয়া সন্দেহে তোফাজ্জল হোসেন (৩৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সদর উপজেলার দুবল হাটি ইউনিয়নের হারিড়াগাছী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল ওই গ্রামের মোজাম্মেলের ছেলে।  স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন তোফাজ্জল। এসময় পাশের বাড়ির দিলদারসহ বেশ কয়েকজন তাকে ধরে বাড়ির মধ্যে নিয়ে যান। এরপর তাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে তারাই আবার পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তোফাজ্জলের অবস্থা খারাপ দেখে তাকে হাসপাতালে পাঠানোর কথা বলে চলে যায়। এরপর তারা তোফাজ্জলকে রেখে বাড়ি ছেড়ে পালিয়ে যান। রাত ১২টার পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।নিহতের পরিবারের লোকজনের বরাত দিয়ে নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া জানান, পাশের বাড়ির দিলদারের স্ত্রীর সঙ্গে অনেক আগে তোফাজ্জলের অনৈতিক সম্পর্ক ছিল বলে সন্দেহ করতেন দিলদার। এর জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।