নাটোর থেকে ঢাকা আসার পথে পিকআপ উল্টে নারী ও শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন শিশুসহ পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (৮ আগস্ট) দুপুর ২টার দিকে নাটোরের গুরুদাসপুরে কাছিকাটা টোলপ্লাজার অদূরে বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ছয়জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, গণপরিবহন বন্ধ থাকায় দুপুরে যাত্রীবাহী পিকআপ ভ্যানটি বনপাড়া বাইপাস থেকে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেয়। এসময় কাছিকাটা টোল প্লাজা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় পিকআপ ভ্যানটি। ঘটনাস্থলেই মারা যান শিশুসহ পাঁচজন। গুরুতরবস্থায় পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নিলে, আরেকজনের মৃত্যু হয়।