বিনোদন ডেস্ক, চট্টগ্রাম :: মাহফুজ ইমনের সংগীত পরিচালনায় এবং নাহিন আহসানের কন্ঠে লুকোচুরি মিউজিক ভিডিওটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে অংশ নিয়েছেন মডেল ও অভিনেতা সরোয়ার জিহান এবং আফ্রিন আকন।
মডেল সরোয়ার জিহান জানান, লুকোচুরি মিউজিক ভিডিওটি দর্শকরা এভাবে গ্রহণ করবে কল্পনাও করিনি। খুব ভাল লাগছে দর্শকশ্রোতাদের প্রশংসা শুনে। বন্ধু ইলেথ, তোমার জন্য, ইচঁডে পাঁকা, মেঘ বালিকার জন্য রুপকথা, পোস্ট ৭১সহ অনেক নাটক ও শর্ট ফিল্ম এ কাজ করেছেন চট্টগ্রামের ছেলে সরোয়ার জিহান। আরো বেশ কিছু মিউজিক ভিডিও শুটিং চলছে বলে জানান সরোয়ার।
তিনি জানান, মিডিয়াতে নতুনদেরকে জায়গা পেতে অনেক কষ্ট করতে হয়। কোয়ালিটিই থাকলে প্রতিষ্ঠিত হওয়া যায় এই বিশ্বাসকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি- জানান সরোয়ার। তিনি জানান শ্রম দিলে ফল আসবেই। সবার সহযোগীতা ও ভালবাসার কারণে নিজের অবস্থান তৈরি হচ্ছে।