নিবন্ধনের দুই মাসেও মিলছে না টিকার এসএমএস

0
16

অনলাইনে নিবন্ধনের পরও মিলছে না এসএমএস। মানুষের এই অপেক্ষা সপ্তাহ পেরিয়ে কয়েক মাস পর্যন্ত ঠেকেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, কেন্দ্রগুলোতে বরাদ্দ টিকার চেয়ে নিবন্ধনের করেছেন, কয়েকগুণ বেশি মানুষ। ফলে এই ভোগান্তি। তবে যারা নিবন্ধন করেছেন, সবাই টিকা পাবেন। 

প্রথমে টিকা নিতে অনেকেরই অনীহা ছিল, তবে সে অবস্থা থেকে বেরিয়ে সবাই যখন আগ্রহী হলো, তখনই সামনে নতুন সংকট। দিনে দিনে রেজিষ্ট্রেশন বাড়লেও মিলছে না টিকা। 

আগে রেজিষ্ট্রেশনের পর পরই এসএমএসসের মাধ্যমে জানিয়ে দেয়া হতো টিকার নেয়ার তারিখ। এখন নিবন্ধনের দেড়-দুই মাস পরও এসএমএস পাচ্ছেন না অনেকেই।   

আরও পড়ুন: কাবুলের রাস্তায় নারীরা

এতদিনের অপেক্ষার পরেও টিকা দিতে না পেরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে হতাশা ও অনীহা। অনেকেই আবার অভিযোগ করেন, টিকা কেন্দ্রে যাদের পরিচিত থাকলে আগেভাগেই সিরিয়াল পাওয়া যাচ্ছে।

এমআইএসের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, বয়সসীমা কমিয়ে আনায় বেড়েছে নিবন্ধন। তাই তালিকাও লম্বা হচ্ছে। এসএমএস দেরি করে পাওয়া নিয়ে উদ্বিগ্ন না হতে বলেন তিনি। জানান, যারা নিবন্ধন করেছেন তারা সবাই টিকার বার্তা পা