নৌ দুর্ঘটনায় শাস্তি বাড়িয়ে আইন পরিবর্তন হবে: নৌ প্রতিমন্ত্রী

0
15

নৌ দুর্ঘটনায় শাস্তি বাড়িয়ে আইন পরিবর্তনে কাজ চলছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

সোমবার (৩ জানুয়ারি) সকালে বার্ন ইনস্টিটিউটে ভর্তি দগ্ধদের দেখতে গিয়ে একথা জানান তিনি। এ নিয়ে এরইমধ্যে কাজ শুরু হয়েছে। মন্ত্রী বলেন, নিয়ম অমান্যকারীরা ব্যবসা করতে পারবে না। 

আরও পড়ুন: দুর্নীতি মামলা: ওয়ান ব্যাংকের এমরানকে কারাগারে পাঠালেন হাইকোর্ট

এসময়, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১৩ জনের কেউই শঙ্কামুক্ত নন বলে জানান ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে বলে জানান তিনি।

এদিকে লঞ্চে আগুনের ঘটনায়, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে।