পঞ্চম দফায় ৭০৭ ইউনিয়নে ভোট ৫ জানুয়ারি

0
20

পঞ্চম দফায় ৭০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামী বছরের ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) ৯০তম সভায় এ অনুমোদন হয়।  

সভা শেষে সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।  

সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে সভায় এ তফসিল অনুমোদন দেয়া হয়। এ দফায় ৩৭ ইউপিতে ইভিএমে ভোট নেয়া হবে। বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে তা গ্রহণ করা হবে। 

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর, যাচাই-বাছাই ৯ ডিসেম্বর, আপিলের সময় ১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পন্নের সময় ১৩-১৪ ডিসেম্বর, প্রত্যাহার ১৫ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর।