পরিবহন খাতে মাসে ৩শ’ কোটি টাকা চাঁদাবাজি

0
23

পরিবহন খাতকে জিম্মি করে, প্রতি মাসে তিনশ কোটি টাকা চাঁদা আদায় হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) যাত্রী অধিকার দিবসে জাতীয় প্রেসক্লাবে যাত্রী কল্যাণ সমিতির এক আলোচনায় উঠে আসে এ তথ্য।

বেসরকারি খাতে পরিবহনগুলোতে ইচ্ছেমতো ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। যাত্রী অধিকার ও সুযোগ-সুবিধার বিষয়ে অথবা অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রতিবাদ করলে যাত্রী সাধারণকে কথায় কথায় অপমানিত করা হচ্ছে।  

আরও পড়ুন: বিয়ে করলেন মাহি

সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক বলেন, সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে, নতুন যে আইন হয়েছে, তাতে কোনো সুফল আসেনি। বরং সব ক্ষেত্রে ঘুষের পরিমাণ এবং দুর্ভোগ আরো বেড়েছে। 

আইন শুধু মালিক পক্ষের স্বার্থে ব্যবহার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, আইন এবং ট্রাফিক ব্যবস্থা দুটি ভিন্ন পথে চলছে। 

মানবিক গণপরিবহণ ছাড়া পরিবহন খাতের উন্নয়নের সম্ভাবনা নেই বলেও মনে করেন সংগঠনটির নেতারা।

মহাসচিব মোজাম্মেল হক আরও বলেন, দেশের অধিকার হারা যাত্রীদের প্রতিকী দিবস হিসেবে ১৩ সেপ্টেম্বরকে যাত্রী অধিকার দিবস হিসেবে ঘোষণার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। দিবসটিতে সারা পৃথিবীর অধিকার বঞ্চিত যাত্রী সাধারণের অধিকার প্রতিষ্ঠার দিবস হিসেবে ‘আন্তর্জাতিক যাত্রী অধিকার দিবস’ ঘোষণা করতেও জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি।