পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য নির্বাচিত হলেন সাংবাদিক লোকমান চৌধুরী

0
6

বোয়ালখালী প্রতিনিধি ঃ-
বোয়ালখালীর ঐতিহ্যবাহী পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দেশের জনপ্রিয় টিভি চ্যানেল বাংলাটিভির বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক লোকমান চৌধুরী তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় উক্ত কমিটির সদস্য নির্বাচিত হন।
লোকমান চৌধুরী বলেন, আমি নিজেই পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজের ছাত্র ছিলাম। বর্তমানে আমার মেয়ে এই বিদ্যালয়ে অধ্যয়নরত। আমার প্রাণপ্রিয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। আমি উক্ত বিদ্যালয়ের পড়ালেখার মানোন্নয়নের পাশাপাশি অন্যান্য সদস্যদের সাথে বিদ্যালয়ের উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করে যাবো। আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সদস্য হিসাবে নির্বাচিত করায়।
উল্লেখ্য, সাংবাদিক লোকমান চৌধুরী বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি সভাপতি ছিলেন
তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন
এদিকে তার এই অর্জনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।