পাকিস্তানকে সমর্থন করলে আইনি ব্যবস্থা

0
14

চলতি বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে বেশকিছু বাংলাদেশিকে দেখা গেছে পাকিস্তানের পতাকা-জার্সি নিয়ে মাঠে যেতে। বাংলাদেশের বদলে পাকিস্তান দলের হয়ে সমর্থন দেয়ার ঘটনাও লক্ষ্য করা গেছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। 

পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থনের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রোববার (২১ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি হস্তান্তর অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক, যদি কেউ করে থাকে। একটা টিমকে যে কেউ সমর্থন করতে পারে, কিন্তু বাংলাদেশের সঙ্গে খেলার দিন অন্য টিমকে সমর্থন করা, একটা দেশপ্রেমিক নাগরিকের জন্য নিঃসন্দেহে কারো কাছে এটা শোভনীয় মনে হবে না।’

যারা পাকিস্তানের জার্সি-পতাকা নিয়ে মাঠে গিয়েছিল, তারা বাংলাদেশের নাগরিক কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। 

তিনি বলেন, ‘দৃষ্টিতে যেহেতু এসেছে, এটা সরকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে এবং আইনগত ব্যবস্থা অবশ্যই নেবে। তারা বাংলাদেশের নাগরিক কিনা, আমিও ঠিক জানি না, শুনলাম। আমরা বসে দেখব ইনশাআল্লাহ।’