বগুড়ার শাজাহানপুরে পানিতে ভাসছে, প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর। বর্ষার পানিতে থই থই করছে আবাসন প্রকল্প এলাকা। এতে দুরুহ হয়ে পড়েছে, রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজ। অনেকে ছেড়ে যাচ্ছেন নিজ ঘর। অভিযোগ, স্থানীয়দের মতামত উপেক্ষা করে নিচু জায়গায় প্রকল্প বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন।
বগুড়ার শাজাহান পুরের আড়িয়া পলিপাড়ার গৃহহীন মুক্তিযোদ্ধা হায়দার আলী। জীবনের শেষদিকে ঘর পেয়ে বেজায় খুশি হলেও; পরিস্থিতি এখন উল্টো। কারণ উপহারের ঘরের চারপাশ পানিতে টইটুম্বুর।
তার মতো ভোগান্তিতে এই প্রকল্পে ঘর পাওয়া আরও ৯টি পরিবারের। ভুক্তভোগীরা বলছেন, রাস্তা থেকে ৫/৬ ফুট নিচু জমিতে নির্মাণের কারণে অল্প বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। তলিয়ে যায় রান্নাঘর, টিউবওয়েল, বাথরুম।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণের সময় আপত্তি জানালেও তাতে লাভ হয়নি। উপেক্ষা করা হয় স্থানীয় জনপ্রতিনিধিদেরও মতামতও।
এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ। তবে জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
১৫ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে আড়িয়া ইউনিয়নের পলিপাড়ার খাসজমিতে নির্মাণ হওয়া এসব বাড়ি হস্তান্তর করা হয় গতবছরের ডিসেম্বরে।