চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ পাসপোর্ট অফিসে দালাল সিন্ডিকেটের বিষয়ে অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম জেলা কার্যালয়-১। রোববার (১০ অক্টোবর ) দুপুরে দুদকের সহকারী পরিচালক আবু সাঈদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।দুদক জানায়, পাঁচলাইশ পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্যে গ্রাহকসেবা বিঘ্নিত হচ্ছে এবং অসাধু কর্মচারীদের কারণে সেবাপ্রার্থীরা নানাভাবে হয়রানির শিকার হওয়ার নানা অভিযোগ আসে। দুদক টিম গোপনে এ অভিযান পরিচালনা করে এবং দালালদের দৌরাত্ম্যের প্রাথমিক প্রমাণ পায়।
আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের সহযোগিতায় দালালদের দৌরাত্ম্য বৃদ্ধির প্রমাণ পায় দুদকের এনফোর্সমেন্ট টিম।
দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক আবু সাঈদ জানান, পাঁচলাইশ পাসপোর্ট অফিসে অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।