বাংলাদেশি পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ লেখা বাদ দেয়ায় খুশি নন জানিয়ে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। সোমবার (২৪ মে) সন্ধ্যায় রাজধানীর বারিধারায় তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ করেন।গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ফিলিস্তিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশি পাসপোর্টের ইসরায়েল লেখা বাদ দেয়া নিয়ে আমি খুশি নই। তবে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর কূটনৈতিক দিক দিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু, এই সময়ে এই সিদ্ধান্ত ফিলিস্তিনের জনগণের জন্য বেদনাদায়ক।’তিনি বাংলাদেশের জনগণের ফিলিস্তিন ইস্যুতে সহমর্মিতার প্রশংসা করে বলেন, ‘ফিলিস্তিনের জনগণের প্রতি এই দেশের জনগণের অবস্থান মুগ্ধ করার মতো।’ফিলিস্তিনের জনগণকে যারা আর্থিক সহায়তা পাঠাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানান তিনি। তিনি বলেন, ‘এই সহায়তা যুদ্ধাহত মানুষের চিকিৎসার সরঞ্জাম কেনার কাজে ব্যবহার করা হবে।ফিলিস্তিন রাষ্ট্রদূত আরও জানান, ইসরায়েল ফিলিস্তিনের জনগণকে বিভক্ত করতে চায়।