রংপুরের পীরগঞ্জে ঘটনায় গ্রেপ্তার বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডল ও রবিউল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. দেলোয়ার হোসেনের আদালতে জবানবন্দি দেন তারা।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার সৈকত স্বেচ্ছায় ঘটনায় জড়িত থাকার জবানবন্দি দিয়েছেন। রবিউলও স্বেচ্ছায় হামলায় সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছেন। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৭ অক্টোবর রাতে পীরগঞ্জের বড়করিমপুর মাঝিপাড়া গ্রামে হিন্দুপল্লিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে ১৫ পরিবারের ২১টি বাড়িঘর পুড়ে যায়। সব মিলিয়ে অন্তত ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় করা ৪ মামলায় ৬৪ জন গ্রেপ্তার হয়েছেন।