বঙ্গবন্ধুকে হত্যার পরে যে সাম্প্রদায়িক শক্তিকে রাজনীতিতে পুনর্বাসিত করা হয় তারা এখন অনলাইন ব্যবহার করে হিংসা-বিদ্বেষ ছড়াচ্ছে। লন্ডনে ব্রিটিশ এমপিদের উদ্দেশ্যে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, এসব মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এর আগে কপ-টোয়েন্টি সিক্স শীর্ষ সম্মেলন এবং উচ্চ পর্যায়ের বৈঠক শেষে গ্লাসগো থেকে রওনা দেন শেখ হাসিনা।
বিমান বাংলাদেশের একটি ভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে স্থানীয় সময় দুপুরে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে।
এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও বাংলাদেশে বংশদ্ভুত ব্রিটিশ এমপি রুশনে আরা আলী।