পুলিশ নিয়োগের আবেদনপত্রে হিজাব পরা ছবির জন্য ‘বাতিল’ হয়ে গেছে প্রার্থীপদ। এ নিয়ে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন কয়েকজন মুসলিম চাকরি প্রার্থী। পরে আদালত রিট পিটিশনে উল্লেখ করা বিষয় মেনে চাকরিতে নিয়োগ দিতে কলকাতা পুলিশকে নির্দেশ দেন।
সোমবার হাইকোর্ট রিটের শুনানিতে বলেন, রিট পিটিশনের আবেদন অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ প্রক্রিয়ার যে ফলাফল হবে, তা সংশ্লিষ্ট রিট পিটিশনের নির্দেশ মেনে করতে হবে।গত ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়। এ জন্য সেপ্টেম্বরের শেষেরদিকে প্রবেশপত্র প্রকাশ করা হয়েছিল। অভিযোগ উঠে, হিজাব পরে ছবি দেওয়ায় প্রায় ১ হাজার জন মুসলিম নারীর প্রার্থীপদ বাতিল করে দেওয়া হয়। এ নিয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন কয়েকজন প্রার্থী।সূত্র: হিন্দুস্তান টাইমস।