নাফতালি সরকার দায়িত্ব নেয়ার সপ্তাহখানেকের মাথায় ফের পূর্ব জেরুজালেমে দমন-পীড়ন শুরু করেছে ইসরায়েলি বাহিনী। শেখ জাররাহ এলাকার আদি বাসিন্দা অনেক ফিলিস্তিনিকে নিজ বাড়িতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এ ঘটনায় বিক্ষোভ বাড়ছে ফিলিস্তিনজুড়ে। প্রতিবাদে নেমেছেন খোদ ইসরায়েলি আরব এমপিরাও।
শেখ জাররায় জন্ম ৪২ বছর বয়সী এই নারী সুহাব আবদেল লতিফের। তবে ইসরায়েলি জনগোষ্ঠীর তান্ডবে হারাতে বসেছেন মাথা গোজার শেষ আশ্রয়।
সম্প্রতি হয়ে যাওয়া সংঘাতের সাময়িক সমঝোতা হলেও, অঞ্চলটিতে থেমে নেই ইসরায়েলি তান্ডব। যেখানে নিরাপত্তা বাহিনীর সাথে যোগ হয়েছে স্থানীয় ইহুদিরাও।
শেখ জাররাহার বাসিন্দা সুহাব আবদেল লতিফ জানান, এটা আমার দাদার বাড়ি, বাবা চাচাসহ সবাইকে নিয়ে এখানেই থাকি। কিন্তু এখন প্রতিদিনই ভয় নিয়ে থাকতে হচ্ছে। তবে যতো বাধাই আসুক নিজের জন্মস্থান ছেড়ে যাওয়া অসম্ভব।
বিপরীতে এমন দমন পীড়নের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছে ফিলিস্তিনিরা। যাদের সাথে এবার বিক্ষোভে একাট্টা ইসরায়েলি পার্লামেন্ট সদস্যসহ বামপন্থী নাগরিকরা।
উচ্ছেদ বিষয়ক শুনানিতে ২০ জুলাই আদালতে নিজেদের যুক্তি উপস্থাপন করবেন ফিলিস্তিনিরা। এর আগে শেখ জাররায় উচ্ছেদ বিষয়ক আইনি প্রক্রিয়ায় কোন হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আভিচাই মেন্ডেলব্লিট।
১৯৬৭ তে পূর্ব জেরুজালেমের যুদ্ধের পর কয়েকডজন ফিলিস্তিনি পরিবারের বিরুদ্ধে উচ্ছেদ মামলা করে ইসরায়েলি বসতিস্থাপন কারীরা। যাদের অনেকেই জাতিসংঘের খাতায় ফিলিস্তিনি শরনার্থী হিসেবেই নিবন্ধিত রয়ে গেছেন।