করোনার এই মহাদূর্যোগে সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই কোটি টাকা প্রদান করলেন চট্টগ্রাম বন্দরের শীর্ষ অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাইপ পাওয়ারটেক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো: রুহুল আমিন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কাইকাউসের হাতে দুই কোটি টাকার এই চেক হস্তান্তর করেন। এ সময় সাইফ পাওয়ারটেক লিমিটেডে এর পরিচালক তরফদার রুহুল সাইফ ছাড়া প্রধানমন্ত্রীর দপ্তরের উর্ধ তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাইফ পাওয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন চট্টগ্রাম বন্দরের প্রধান টার্মিনাল অপারেটর ছাড়াও দেশের ক্রিড়াঙ্গনের (ফুটবল) উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।