সাংবাদিক নাদিম হত্যার তদন্ত শেষে দ্রুত বিচারের পদক্ষেপ নেয়া হবে : আইনমন্ত্রী

0
25

সাংবাদিক নাদিম হত্যা মামলার তদন্ত রিপোর্ট পাওয়ার পর আসামিদের দ্রুত বিচারের পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। 

রোববার (১৮ জুন) সকালে রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

বিচার বিভাগ ধংস হয়ে গেছে মির্জা ফখরুলের এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, বিচারহীনতার সংস্কৃতি ছিলো বিএনপির আমলে।

এদিকে জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় আটক নয় আসামির মধ্যে পাঁচ জনকে ৩ দিন করে এবং চার জনকে ৪ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৮ জুন) জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ রিমাণ্ড মঞ্জুর করেন।

রিমাণ্ডপ্রাপ্ত ৯ আসামি হলেন- মো. গোলাম কিবরিয়া সুমন (৪৩), মো. মিলন (২৫), মো. তোফাজ্জল (৪০), আইনাল হক (৫৫), কফিল উদ্দিন (৫৫), ফজলু মিয়া (৩৫), মো. শহিদ (৪০), মকবুল (৩৫), মো. ওহিদুজ্জামান (৩০)।

এদিকে হত্যা মামলায় প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহামুদুল আলম বাবুসহ তার চার সহযোগীকে আদালতে তোলা হবে আজ।