প্রবাসীকর্মীদের ভিসার মেয়াদ বাড়ালো সৌদি সরকার

0
10

সৌদি আরবের বাইরে অবস্থানরত প্রবাসীকর্মীদের আকামা ও এক্সিট রি-এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার।

সম্প্রতি বাদশাহ সালমানের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

কোনও ধরনের ফি ছাড়াই প্রবাসীদের ইকামা ভিজিট, এক্সিট এবং রি-এন্ট্রি ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর।

দেশটির পাসপোর্ট বিভাগ বলছে, করোনাভাইরাসের কারণে সৌদি আবর যেসব দেশের উপর নিষেধজ্ঞা দিয়েছে, সেসব দেশের ইকামা, এক্সিট এবং রি-এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হবে। মেয়াদ বাড়ানোর জন্য কাউকে পাসপোর্ট অধিদপ্তরে যেতে হবে না।