ফাইজারের টিকা নিয়ে দিনভর নাটক, সমন্বয়হীনতার চূড়ান্তে স্বাস্থ্য অধিদপ্তর!

0
19

ফাইজারের টিকার চালান নিয়ে চলেছে দিনভর নাটকীয়তা। দফায় দফায় বদলালো ফাইজারের টিকা আসার দিনক্ষণ। নানা বিভ্রান্তির পর শেষ পর্যন্ত বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ রোববার (৩০ মে) নয়, কাল সোমবার (৩১ মে) রাতে ঢাকায় আসবে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের ১ লাখ ৬শ’ ডোজ টিকা।বৈশ্বিক প্লাটফর্ম কোভ্যাক্সের উদ্যোগে ফাইজারের ১ লাখ ৬০০ ডোজ টিকার চালান ঢাকায় আসছে রোববার রাতে, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছিল বৃহস্পতিবার। সে অনুযায়ী সব প্রস্তুতি নেয়ার কথাও বলে অধিদপ্তর। তবে টিকা আসা-না আসা নিয়ে রোববার সকাল থেকে অধিদপ্তরের অন্দর মহলেই শোনা যায় নানা গুঞ্জন।এদিন দুপুর দেড়টার দিকে স্বাস্থ্যের মহাপরিচালক জানান, রোববার রাতেই আসছে টিকা।স্বাস্থ্যের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, এ কথা কেন মনে হচ্ছে আপনাদের (কিছুটা হেসে)। আজকে রাতেই ফাইজারের টিকা আসবে আর সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে।