গাজায় অব্যাহত ইসরায়েলি বর্বরতার মুখে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করায় অস্ট্রিয়ার ক্ষমতাসীন দল অস্ট্রিয়ান পিপলস পার্টির এক এমপিকে বহিষ্কার করা হয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, রেসুল ইয়েগিট নামে ওই এমপি ফিলিস্তিনিদের আন্দোলনকে সমর্থন করে ‘ফ্রি প্যালেন্টাইন’ লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দেন। সঙ্গে ফিলিস্তিনের পতাকাকে প্রোফাইলের ছবি হিসেবেও ব্যবহার করেন।এর কয়েকঘণ্টা পরই দলীয় কার্যালয়ে ডেকে তাকে বহিষ্কার করা হয়।এদিকে বহিষ্কারের প্রতিক্রিয়া ইয়েগিট বলেন, আমাদের প্রধানমন্ত্রী যদি তার সরকারি কার্যালয়ে অন্যদেশের পতাকা টানিয়ে রাখতে পারেন, তবে আমি কেন আমার ব্যক্তিগত পছন্দ প্রকাশ করতে পারব না?ইয়েগিট একজন নিবেদিত প্রাণ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।