পাটুরিয়ায় কাত হয়ে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে প্রত্যয়ের সক্ষমতা নেই। তাই বেসরকারি একটি সংস্থার সঙ্গে চুক্তি করেছে বিআইডব্লিটিসি। শুক্রবার (২৯ অক্টোবর) সকালে বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক ফজলুর রহমান এ কথা জানান।
তবে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান গোলাম সাদেক বলেছেন, শিমুলিয়া থেকে উদ্ধার অভিযানে যোগ দিতে রওনা করেছে রুস্তম। আজ সন্ধ্যার মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে পারে।
এদিকে তৃতীয় দিনেও কাত হয়ে পড়া ফেরি আমনত শাহ উদ্ধার না হওয়ায় ঘাটের দু’পাশে পণ্যবাহী পরিবহন পারাপারে জটিলতা দেখা দিয়েছে।
এছাড়া আজ সকালে একটি ট্রাক উদ্ধার হয়েছে। এখনো ৪টি পরিবহন পানিতেই ডুবে আছে। খোঁজ নেই ১০-১২টি মোটরসাইকেলের।
প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ১৪টি যানবাহনসহ ৫ নম্বর ঘাটে উল্টে যায় ফেরি আমানত শাহ। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান।
সাড়ে ১০ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে আমানত শাহ থেকে চারটি পণ্যবাহী ট্রাক উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারী জাহাজ হামজা। পরে রাত সাড়ে ৮টার দিকে প্রথম দিনের মতো উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।