ফ্র্যান্সে মহানবী (দঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বোয়ালখালী ইসলামিক ফ্রন্টের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

    0
    55

    জাহিদ হাসান
    বোয়ালখালী প্রতিনিধি ঃ
    গত ৩০ অক্টোবর রোজ শুক্রবার সকাল ১০ টায় বোয়ালখালী উপজেলা চত্বরে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামি ছাত্রসেনার যৌথ ব্যবস্থাপনায়
    ফ্রান্সে নবী মুহাম্মদ (সা.)কে অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, বিশ্ব মানবতার মুক্তির দিশারী প্রিয় নবী মুহাম্মদ (সা.)কে অবমাননা বিশ্বের দেড়শো কোটি মুসলমান মেনে নিবে না। অনতিবিলম্বে ফ্রান্সে রাসুল (সা.) এর অবমাননাকর কার্টুন প্রদর্শন বন্ধ করতে হবে।
    ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁর ইসলাম ও মুসলিম বিরোধী বক্তব্যের কারণে মুমিন মুসলমানদের কলিজার টুকরা নবী মুহাম্মদ (সাঃ) এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের মতো স্পর্ধা দেখানোর সাহস পেয়েছে রাসূল বিদ্বেষীরা। রাসুল (সা.) এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের অপরাধে ফ্রান্স সরকারকে বিশ্বমুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। বিশ্বনবী (সা.) এর মর্যাদা রক্ষায় রাসুল -এর অবমাননার শাস্তি হিসেবে বিশ্বের সকল দেশে
    মৃত্যুদন্ড বিল পাশ করা উচিত। ৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ। এসময় উপস্থিত ছিলেন,,মাওলানা খ.ম মোজাম্মেল হক ক্বাদেরী, মাওলানা সাহেদুল আলম, ছাত্রনেতা এনামুল হক,সিয়াস উদ্দিন, মামুনুর রশীদ, আকিব,মাসুদ রানা,আবু তৈয়ব সহ আরও অনেকেই