বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কেনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা জানান।
এ সময় শেখ হাসিনা বলেন, জাতির পিতার আদর্শ অনুসরণ করে পেশাদার, উন্নত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে কাজ করছে সরকার। আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন বিমান বাহিনী গড়ে তুলতে নেয়া পদক্ষেপের কথাও জানান তিনি।
দেশেই একদিন হেলিকপ্টার, যুদ্ধবিমান তৈরি হওয়ার আশা প্রকাশ করেন সরকার প্রধান। নবীন কর্মকর্তাদের সততা ও কর্তব্যবোধ মনে রেখে দায়িত্ব পালনের তাগিদ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জাতির প্রত্যাশা পূরণে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে নবীন কর্মকর্তাদের ফ্লাইং ব্যাজ, ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন বিমান বাহিনী প্রধান।