বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী আজ

0
5

নেপথ্য থেকে বাঙালির আন্দোলন সংগ্রামের ঐতিহাসিক মুহূর্তে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন। রাজনৈতিক কর্মীদের কাছে ছিলেন নিরাপদ আশ্রয়। শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে, তার অবদান সর্বজনবিদিত। সেই মহিয়সী নারী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের আজ ৯১তম জন্মবার্ষিকী।একজন আদর্শ মা, প্রেরণাদায়ী স্ত্রী ও বিচক্ষণ রাজনীতিবিদ। যিনি বঙ্গবন্ধুর জাতির পিতা হয়ে ওঠার পেছনে ছিলেন নেপথ্যের মূল কারিগর। তিনি বঙ্গবন্ধুর প্রিয় রেণু বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব।

জন্মটা ১৯৩০ সালে আজকের দিনে (৮ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বেগম মুজিব শুধু একজন রাষ্ট্রনায়কের সহধর্মিণী নন, দক্ষ সংগঠক হিসেবে ভূমিকা রেখেছেন মুক্তি সংগ্রামে। স্বাধীনতাপূর্ব বঙ্গবন্ধুর ঝঞ্ঝাবিক্ষুব্ধ রাজনৈতিক যাত্রাপথে, এই মহিয়সী নারী পরম যত্নে সামলেছেন পরিবার। শুধু তা-ই না, দলীয় নেতাকর্মীদের কাছেও ছিলেন এক পরম আশ্রয়।

বঙ্গবন্ধুর ছয় দফা, সাত মার্চের ভাষণ সহ ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহে বঙ্গমাতার অগ্রনী ভূমিকা ইতিহাসের এক ধ্রুব সত্য। ঘরে-বাইরে ছিলেন বঙ্গবন্ধুর পরামর্শক, উপদেষ্টা, সহচর আর নির্ভরতার আশ্রয়স্থল।

বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলাদেশ যেমন একই সূত্রে গাঁথা, তেমন জাতির পিতা আর বঙ্গমাতাও পরষ্পর অবিচ্ছেদ্য সত্ত্বা।