বড় ভাইয়ের সঙ্গে সাক্ষাতে কাদের মির্জা

0
33

বহুল আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা তার বড় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সরকারি বাস ভবনে সাক্ষাৎ করেছেন।

শনিবার (২২ মে) বিকেল ৩টা ৫০ মিনিটে আবদুল কাদের মির্জা বড় ভাই ওবায়দুল কাদেরের বাসায় প্রবেশ করেন। এখন পর্যন্ত তিনি তার বাসায় অবস্থান করছেন।

প্রসঙ্গত, ভোট ও রাজনৈতিক নানা বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় আসেন কাদের মির্জা। এলাকায় তার সমর্থক ও বিরোধী পক্ষের দ্বন্দ্ব সংঘাতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। নানা সময় কাদের মির্জা বড় ভাই ওবায়দুল কাদেরের বিরুদ্ধেও কথা বলেন। আজ তারা এক টেবিলে বসেছেন। আলোচনার ফলাফল জানতে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।

jagonews24

এর আগে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সঙ্গেও সাক্ষাৎ করেন কাদের মির্জা।