বরিশালে শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিমকে পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগ তুলে মানববন্ধন করেছেন জেলার আইনজীবীরা।রেজাউলের বাড়ির আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে পুলিশি নির্যাতনে হত্যার অভিযোগ তুলে মামলার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে রেজাউলের পরিবার।তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে, নেওয়া হবে যথাযথ আইনগত ব্যবস্থা।সোমবার (০৪ জানুয়ারি) দুপুরে জেলা জজ আদালতের সামনে ফজলুল হক অ্যাভিনিউতে শিক্ষানবিশ আইনজীবীদের ব্যানারে এক মানববন্ধন করেছেন আইনজীবীরা। এ সময় রেজাউল করিমকে পুলিশি নির্যাতনে হত্যার অভিযোগ করে বিচার দাবি করা হয়।এর আগে রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তার মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ-প্রতিরোধ গড়ে তোলা হয়। রেজাউলের নিজ বাড়ি নগরীর সাগরদী হামিদ খান সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে।রেজাউলের স্ত্রী মারুফা বেগম জানিয়েছেন, পুলিশি নির্যাতনেই তার স্বামী মারা গেছেন। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, রেজাউলকে ঘটনার দিন মারধর করা হয়েছে।গত ২৯ ডিসেম্বর রাতে শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিমকে নগরীর হামিদ খান সড়ক থেকে ধরে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন। ৩০ ডিসেম্বর তাকে একটি মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১ জানুয়ারি রাত সাড়ে ৯টায় সে কারা হাসপাতালে অসুস্থ হলে তাকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়। ২ জানুয়ারি রাত ১২টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।