29.1 C
Chittagong
Tuesday, 15 July 2025
বাড়িজাতীয়বাড়ছে না মেট্রোরেলের ভাড়া, টেকনিক্যাল কমিটি গঠন

বাড়ছে না মেট্রোরেলের ভাড়া, টেকনিক্যাল কমিটি গঠন

 

মেট্রোরেলে চলাচলের ভাড়ায় ভ্যাট বসানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে কোন উপায়ে মেট্রোর ভাড়ায় ভ্যাট যোগ করা হবে, সে ব্যাপারে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এনবিআর ও ডিএমটিসিএলের মধ্যে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী গণমাধ্যমকে এ তথ্য জানান।

- Advertisement -nagad

তিনি বলেন, আমরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে যে বৈঠক করেছি, তাতে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট আরোপের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। এনবিআর ও মেট্রোরেল সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠিত হয়েছে। তারা এক মাসের মধ্যে জানাবে, মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট কীভাবে যোগ করা যায়।

তিনি আরও বলেন, সড়ক বিভাগ বা ডিএমটিসিএল কিন্তু কখনো বলেনি, এনবিআরকে ভ্যাট দেব না। আমরা ভ্যাট দিতে চাই। তবে এ ভ্যাট যুক্ত করার পরে যাত্রীদের ওপর যেন চাপ না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।

মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফের সময়সীমা শেষ হয় গত ৩০ জুন। ১ জুলাই থেকে মেট্রোরেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করে গত ৬ জুন আদেশ জারি করে এনবিআরের ভ্যাট বিভাগ। সে হিসেবে এ দিন থেকেই টিকিটের মূল্যের সঙ্গে বাড়তি ১৫ শতাংশ টাকা দেওয়ার কথা যাত্রীদের। তবে আপাতত তা কার্যকর হচ্ছে না।

 

- Advertisment -

সর্বশেষ

Translate »