30.2 C
Chittagong
Tuesday, 15 July 2025
বাড়িTop Newsবাতিল হচ্ছে ২১০ পত্রিকা

বাতিল হচ্ছে ২১০ পত্রিকা

 

- Advertisement -nagad

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, ২১০টি সংবাদপত্র বাতিলের তালিকা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন ভাবনা নিয়ে দ্বি-বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়ে এ কথা জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুসহ আরও অনেকে।

মন্ত্রী বলেন, এই পত্রিকাগুলো মাঝে মাঝে ছাপে। কোথা থেকে ছাপে কেউ জানে না। এগুলো থাকার দরকার নেই।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছিলেন, দেশে প্রায় ৪০০টি পত্রিকা অনিয়মিত প্রকাশ হচ্ছে। এগুলো ভূতুড়ে পত্রিকা বলেও তখন জানিয়েছিলেন তিনি।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের এক জবাবে তখন এই মন্তব্য করেছিলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেছিলেন, প্রায় ৪০০ পত্রিকা চরম অনিয়মিত। এগুলো প্রায় দুই বছর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে পত্রিকা জমা দেয়নি। এগুলো ভূতুড়ে পত্রিকা। যেদিন বিজ্ঞাপন পায় সেদিন কয়েক কপি ছাপে। আর অনেকে অল্প কয়েক কপি ছেপে শুধু তথ্য মন্ত্রণালয় আর কিছু গুরুত্বপূর্ণ দপ্তরে দেয়

তিনি বলেন, ভূতুড়ে পত্রিকার কি প্রয়োজন, সেটিই প্রশ্ন এবং এগুলো বন্ধের দাবি সাংবাদিকদেরই।

- Advertisment -

সর্বশেষ

Translate »