বিজয়ের ৫০ বছর পূর্ণ করলো বাংলাদেশ

0
13

বিজয়ের ৫০ বছর পূর্ণ করলো বাংলাদেশ। সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করছে গোটা জাতি। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। সালাম জানায়, সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।

পরে শ্রদ্ধা জানান, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এরপর শ্রদ্ধা জানান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। 

এই সময় জাতির বীর শহীদ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করতে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। সরেজমিনে দেখা গেছে, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। 

এদিকে সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, গতবছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও বিজয়ের ৪৯তম ১৬ ডিসেম্বরে বৈশ্বিক মহামারি করোনা থাকায় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসতে পারেননি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।