সম্প্রতি গবেষকরা নতুন সারফেস কোটিং তৈরি করেছেন, যা মাখিয়ে দিলেই এক ঘণ্টার মধ্যে ধ্বংস হবে করোনাভাইরাস। সংক্রমণ এড়াতেই এই বিশেষ কোটিংয়ের ব্যবহার করা যাবে, যা ৯৯ শতাংশ করোনাভাইরাসকে ধ্বংস করবে বলে দাবি ওই গবেষকদের। এসিসে অ্যাপলায়েড ম্যাটরিয়ালস অ্যান্ড ইন্টারফেস নামের একটি পত্রিকায় এই বিষয়ে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষণাপত্রটির প্রণেতা হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।গবেষণাপত্রে বলা হয়েছে, ইস্পাত বা কাঁচের ওপর যখন এই পদার্থটি মাখিয়ে দেয়া হয়েছে, তখন ৯৯ শতাংশ ভাইরাসের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি এক ঘণ্টার জন্য পরীক্ষা করা হয়েছে, তবে আরো কম সময়ের ব্যবধানের পরীক্ষাও করা হবে।হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গত এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে এই বিষয়ে গবেষণা চালাচ্ছেন। তারা বুঝতে চেষ্টা করছেন, কীভাবে কোরো সারফেস বা তলের ওপর ভাইরাসের প্রভাব কমিয়ে ফেলা যায়। সেই কারণেই এই কোটিং তৈরি করা হয়েছে।সূত্র : ফোর্বস।