বিনম্র শ্রদ্ধায় বোয়ালখালী প্রেস ক্লাবের উদ‍্যোগে বিজয় দিবসপালিত

0
30



বিনম্র শ্রদ্ধায় নানা কর্মসূচির মধ‍্যে দিয়ে বোয়ালখালী প্রেস ক্লাবের উদ‍্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় র‍্যালী,শহীদ’দের স্মরণে শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ ও আলোচনা সভার মধ‍্যে দিয়ে দিনটির পরিসমাপ্তি ঘটে। প্রেস ক্লাবের সিনিয়র সহ- সভাপতি এডভোকেট সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক মোঃ ফারুক ইসলামের সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠিত এসব কর্মসূচিতে অংশ নেন ক্লাবের সাবেক সভাপতি ও বাংলা টিভি’র চট্টগ্রাম ব‍্যুরোচীফ মোঃ লোকমান চৌধুরী, সাবেক সভাপতি ও দৈনিক আজাদী’র বোয়ালখালী প্রতিনিধি মনজুর আলম মাস্টার, ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, অর্থ সচিব ডাঃ প্রভাস চক্রবর্তী, দপ্তর সম্পাদক এস এম নঈম উদ্দিন, সদস‍্য ইমরান চৌধুরী, ও শাহ আলম বাবলু প্রমূখ। পরে মহান স্বাধীনতা যুদ্ধেসহ সকল শহীদ’দের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।