বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সড়কে ঝরল ১৪ প্রাণ

0
26

ভারতের উত্তর প্রদেশের সড়ক দুর্ঘটনায় ৬ শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় প্রতাপগড় মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাক ওই যাত্রবাহী গাড়িটিকে চাপা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। হতাহতরা গন্দা গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।নিহত শিশুদের বয়স আনুমানিক ৭ থেকে ১৫ বছর বলে জানা গেছে।প্রতাপগড়ের পুলিশ সুপার অনুরাগ আর্য জানান, দুর্ঘটনা কবলিত স্থানের খাদ থেকে ট্রাকটি টেনে তোলা হয়েছে। হতাহতের প্রত্যেক পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।দুর্ঘটনার প্রকৃত কারণ জানা না গেলেও অনুসন্ধানে নেমেছে রাজ্য সরকার।