বিলেতের মাটিতে চাটগাঁইয়া ভবন 

0
18

নিউজ ডেস্ক, সিএনএন বাংলাদেশ ::লন্ডনে বসবাসরত চট্টগ্রামবাসীদের দীর্ঘদিনের একটা স্বপ্ন পুরণ হয়েছে। যা বিলেতে চট্টগ্রামবাসীদের অংশীদারিত্বের ভিত্তিতে কেনা প্রথম একটা স্হায়ী নিজস্ব সামাজিক ও বানিজ্যিক প্রতিষ্ঠান চাটগাঁ ভবন। প্রবাসে চাটগাঁবাসীদের মধ্যে পারস্পরিক বন্ধন সূদৃঢ় করতে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত বছর চট্টগ্রামের কৃতি সন্তান এবং ব্রিটিশ বাংলাদেশী স্বনামধন্য ব্যবসায়ী জনাব নাজিম উদ্দিন উদ্যোগ নিয়েছিলেন “সি ফর চাটগাঁ” নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে। অক্লান্ত পরিশ্রম করে মাত্র কয়েক মাসের মধ্যেই চাটগাঁবাসীদের সাথে নিয়েই প্রায় দেড় মিলিয়ন পাউন্ডে কিনেছেন এই “সি ফর চাটগাঁ” ভবন।

এটাই হচ্ছে বিলেতের মাটিতে চট্টগ্রামবাসীদের স্বতঃস্ফূর্তভাবে অংশীদারিত্বের ভিত্তিতে কেনা প্রথম সামাজিক ও বানিজ্যিক প্রতিষ্ঠান।
গত ২৫ অক্টোবর শুক্রবার লন্ডনে চাটগাঁ ভবনে অনুষ্ঠিত হয়েছে সি ফর চাটগাঁ এর প্রথম বার্ষিক সাধারণ সভা। উপস্থিত ছিলেন আমন্ত্রিত অর্ধ শতাধিক চাটগাঁবাসী।

বার্ষিক সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন হাবিবুর রহমান। সি ফর চাটগাঁ এর সচিব সামির হোসাইন এর সন্চালনায় অনুষ্ঠানে ডাইরেক্টর ও শেয়ার হোল্ডারদের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য রাখেন সি ফর চাটগাঁ এর প্রতিষ্ঠাতা ডাইরেক্টর জনাব নাজিম উদ্দিন ।
তিনি উপস্থিত সবাইকে এই ভবন পরিদর্শন করার আমন্ত্রণ জানান। উপস্থিত সবাই সি ফর চাটগাঁ ভবনের ভিতরে ও বাইরের অংশ ঘুরে ঘুরে দেখেন। তাছাড়াও ভবিষ্যতে কিভাবে এই ভবনকে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাবে এটার প্রাথমিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সভার দ্বিতীয় পর্বে সি ফর চাটগাঁ এর গত বছরের বার্ষিক রিপোর্ট এর কপি বিতরণ করা হয়। পরে ভবিষ্যত পরিকল্পনা ও প্রস্তাবনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সি ফর চাটগাঁ এর সকল ডাইরেক্টর ও শেয়ার হোল্ডারবৃন্দ। বক্তারা সবাই যুক্তরাজ্য বসবাসরত চট্টগ্রামবাসীদের স্বপ্ন পূরণে এই চাটগাঁ ভবন প্রতিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এবং এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

সি ফর চাটগাঁ এর প্রতিষ্ঠাতা ডাইরেক্টর নাজিম উদ্দিন বলেন, চাটগাঁবাসীদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকলে এই প্রকল্পে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে রেষ্টূরেন্ট, গেষ্ট হাউজ, নামাজের স্হান, সামাজিক অনুষ্ঠানের হলসহ নানাবিধ বিনোদনমূলক সুযোগ সুবিধা। তিনি অনুষ্ঠানে উপস্থিতি থেকে প্রত্যেকের নিজ নিজ মতামত উপস্থাপন করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ।

ডিনারের পরিবেশন শেষে সি ফর চাটগাঁ মিডিয়া চ্যানেলের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটেন সি ফর চাটগাঁ মিডিয়া ডাইরেক্টর সেলিম হোসাইন ও সি ফর চাটগাঁ এর ডাইরেক্টর সেলিমুল হক। উল্লেখ্য যে গত এক বছর ধরে সি ফর চাটগাঁ মিডিয়া বৃটেনে চাটগাঁবাসীদের গৃহীত বিভিন্ন কার্যক্রম উপস্থাপন সহ বিভিন্ন প্রতিবেদন প্রচার করে যাচ্ছে। সি ফর চাটগাঁ বিলেতে প্রথম চাটগাঁয়ে মিডিয়া চ্যানেল। ইতিমধ্যেই এই চ্যানেল লন্ডনসহ সারা বিশ্বে চাটগাঁবাসীদের কাছে জনপ্রিয়তা অর্জন করছে।