বিশ্বের সর্ববৃহৎ ইফতার মাহফিলের আয়োজন করেছে সৌদি আরব

0
20

আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক প্রতিবেদক : বিশ্বের সর্ববৃহৎ ইফতার মাহফিলের আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছে সৌদি আরব।আর এই সর্ববৃহৎ ইফতার মাহফিলের আয়োজন করেছেন মুসলিম বৃহত্তম দেশ ইন্দোনেশিয়ায়।

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পাদাং শহরে গত সোমবার আট হাজার রোজাদারের জন্য ১২০০ মিটার দীর্ঘ ওই ইফতারির টেবিল বসায় সৌদিআরব ।

সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী এবং জাকার্তায় নিযুক্ত সৌদি কূটনীতিকরা এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

উক্ত বিশ্বের সর্ববৃহৎ ইফতার মাহফিলের উপস্থিত ছিলেন পশ্চিম সুমাত্রার গভর্নর মাহিলদি আনসারুল্লাহ, সৌদি দূতাবাসের ধর্মবিষয়ক অ্যাটাচে আহমেদ বিন হামজি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান, ইসলামিক সংস্থার নেতা এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

পশ্চিম সুমাত্রার গভর্নর মাহিলদি আনসারুল্লাহ বলেন, এই ইফতার মাহফিলের বিষয়টি রেকর্ডের জন্য আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে অবহিত করেছি ।

ইন্দোনেশিয়ার ইতিহাসে এতবড় ইফতার পার্টি এর আগে কখনো হয়নি, বিশ্বের সর্ববৃহৎ ইফতার পার্টি আয়োজনের জন্য সৌদির বাদশাহ সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে পশ্চিম সুমাত্রার গভর্নর মাহিলদি আনসারুল্লাহ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ।