প্রমত্তা যমুনার স্রোতে এখন ভাসছে সাদা আর ঘন বিষাক্ত ফেনা। যদিও এ ঘটনা নতুন নয়। প্রতিবছরই দীপাবলির কারণে এই দশা হয় নদীটির।
গত কদিন ধরেই দিল্লীর কালিন্দি কুঞ্জ এলাকায় যমুনার বুকে বিষাক্ত ফেনা ভাসতে দেখা যাচ্ছে । কারণ আর কিছুই নয়। দীপাবলীর দূষিত আয়োজনের কারণে বিষাক্ত হয়ে পড়েছে পরিবেশ।
অতি দূষণের কারণে যমুনায় বেড়ে গেছে অ্যামোনিয়ার মাত্রা। রাজধানীতে পানি সরবরাহও ব্যহত হয়েছে এ কারণে। মূলত আইন-নিয়মের তোয়াক্কা না করে দিল্লীতে চলেছে তুমুল দীপাবলি উদযাপন। ধোঁয়ায় ভরেছে রাজধানীর আকাশ-বাতাস।
তার ফলে এখন চরম দূষণের ফল ভোগ করছেন দিল্লীর মানুষ। চোখ জ্বালা, চোখ থেকে পানি পড়া, নিশ্বাসের কষ্ট, কাশিসহ নানা রকম সমস্যায় ধুঁকছেন তারা। পাশাপাশি অ্যামোনিয়ার বিষাক্ত সাদা ফেনায় ঢেকে গেছে যমুনার বুক।
এদিকে এই বিষাক্ত ফেনার মধ্যে নেমেই ছট পূজা পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। সনাতন বিশ্বাস অনুযায়ী সূর্য ও তার স্ত্রী ঊষাকে তুষ্ট করতেই করা হয় এই পূজা।