লালমনিরহাটের বুড়িমারী মাইয়ামরাঘাট সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
বিজিবি জানায়, সীমান্তের ৮৪৩ মেইন পিলার দিয়ে গরু আনতে ভারতে অনুপ্রবেশ করে ইউসুফ ও সাগর চন্দ্র। ফেরার পথে চেংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। এতে দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও মরদেহ উদ্ধার করতে পারেনি। মরদেহ দুটি সীমান্তের ওপারে রয়েছে।
মরদেহ ফেরতের বিষয়ে বিজিবি-বিএসএফের পক্ষ থেকে কোনো প্রক্রিয়া শুরু হয়নি।