বুধবার থেকে বন্ধ হচ্ছে না সিএনজি ফিলিং স্টেশন। এর জন্য আরও কয়েকদিন সময় চায় ফিলিং স্টেশন মালিক সমিতি।
পেট্রোবাংলা ও সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভা শেষে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ খান।
পেট্রোবাংলা কার্যালয়ে এক বৈঠক শেষে সংগঠনটির নেতারা বলেন, বৈঠকে ৬ ঘন্টা থেকে কমিয়ে ৩ ঘন্টা সিএনজি স্টেশন বন্ধের প্রস্তাব রাখা হয়েছে। এতে ইতিবাচক সায় দিয়ে পেট্রোবাংলা জানায়, তাদের সুপারিশ পাঠানো হবে মন্ত্রণালয়ে।
পেট্রোবাংলা বলছে, নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত থাকতে পারে সিএনজি স্টেশনে গ্যাস রেশনিং। শীত এলে পরিস্থিতি বিবেচনায় নেয়া হবে নতুন সিদ্ধান্ত।
এর আগে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ১৫ সেপ্টেম্বর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা ছিল।