বেশিরভাগ পারিবারিক-সামাজিক সমস্যা সৃষ্টির কারণ হয় জমিজমা। এই জমিজমা নিয়ে মানুষ যেন দুয়ারে দুয়ারে না ঘুরে, ভোগান্তিতে না পড়ে সেজন্যই অনলাইন ভূমি সেবার ব্যবস্থা করা হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি ভূমি ব্যাংক ও ডাটা ব্যাংকের উদ্বোধনের সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, ২০১৩ সালে বিএনপি জামাতের আগুন সন্ত্রাসের সময় দেশের অনেক ভূমি অফিসও ক্ষতিগ্রস্ত হয়। তারা মানুষের জন্য রাজনীতি করেনা, অর্থের জন্য রাজনীতি করে।
এসময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি সচিব মোস্তাফিজুর রহমানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, ভূমি মন্ত্রণালয় ও তার অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।