বিজিবি-বিএসএফ বৈঠকের মাধ্যমেই দু’দেশের সীমান্তে সব সমস্যার সমাধান সম্ভব। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।
এ সময় বাংলাদেশে নবায়ণযোগ্য জ্বালানিতে বিনিয়োগে ভারতের আগ্রহের কথা জানান তিনি। হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদযাপনে ভারতের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ বন্ধুত্বের বিশেষ নিদর্শন।
পরে এসব বিষয়ে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি জানান, সীমান্ত সমস্যার সমাধান চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।