বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাফি আহত!

0
19

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) রাফি নিজেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন।

রাফি তার পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ। বড় কোনো বিপদ হয়নি। ডান পায়ের হাঁটুতে একটা ক্ষত হয়েছে। তাছাড়া বিশেষ কোনো সমস্যা হয়নি। আশা করছি দ্রুতই সেরে উঠব।

জানা গেছে, রাফি একটি বাইকের পেছনে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে রাফির হাঁটু ধাক্কা লাগে।

রাফি জানান, মাইক্রোবাসের চালক সড়কের আশপাশে চায়ের দোকান খুঁজছিলেন। অসাবধানতাবশত তার হাঁটুর সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় রাফি সকল চালক ও যাত্রীদের সতর্ক থাকার অনুরোধ জানান।